বাস্তবতা
শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা কখনো সম্ভব নয়। তোমার শরীর থেকে ঝরা পরিশ্রমই তোমার সাফল্যের সাক্ষী! ❤️
মনে রেখ সময় কারো জন্যই থেমে থাকেনি থাকবে না। নিজের পায়ের নিচে মাটি শক্ত করার চেষ্টা করো, ঝড় ঝামেলা অনেক আসবে সইসব নিয়ে অপেক্ষা করো না। সব সময় তোমার নিজের গতিতে চলার চেষ্টা করবে। পরিবারের খেয়াল রাখবে, একজন তোমার ক্ষতি করেছে তুমি তার ক্ষতি করো না
দেখবে একদিন তোমার জয় হবেই হবে।


কোন মন্তব্য নেই